
চৈত্র মাসের মাঝামাঝিতে এসে ঢাকাসহ সাত জেলায় উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বইছে, সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার সিলেটের কয়েকটি জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে।
সোমবার (৩১ মার্চ) আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী ও রাঙামাটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এদিন ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ঈশ্বরদীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, ঈদের দিন সকালে গরমের তেজ তেমন একটা ছিল না। দেশের সবখানে আবহাওয়ায় ভালো থাকায় ঈদ জামাত ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঈদের দ্বিতীয় দিনে আংশিক মেঘলাসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
প্রসঙ্গত, বাতাসের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে বেড়ে গেলে তাকে ‘মৃদু তাপপ্রবাহ’ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় ‘মাঝারি’ এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ‘তীব্র তাপপ্রবাহ’ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় ‘অতি তীব্র তাপপ্রবাহ’।
চলতি সপ্তাহে তেমন বৃষ্টির আভাস নেই, এমনই গরম আবহাওয়া বিরাজ করবে বলে বলছে আবহাওয়া অধিদপ্তর।
মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলা হয়েছিল, মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু কিংবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে আর দিন ও রাতের তাপমাত্রা এ মাসে ধীরে ধীরে বাড়বে।