
২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৩১ মার্চ) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মুগ্ধের বাসায় যান রিজভী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুগ্ধের পরিবারকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। রুহুল কবির রিজভীকে বাসায় পেয়ে আবেগ্লাপুত হয়ে পড়েন মীর মুগ্ধের বাবা।
মুগ্ধের বাবা বলেন, আমার ছেলের জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, ম্যাডামের ক্ষুদ্রকর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।
এ সময় মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।