
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে একটি ঈদ উদযাপনের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (৩০ মার্চ) দিনগত রাতে পোস্ট করা ছবিটি লন্ডনে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বাসায় তোলা হয়। ছবিতে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান একসঙ্গে ঈদ উদযাপন করছেন এবং সবার মুখেই ছিল হাস্যোজ্জ্বল ভাব।
পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত।
বিএনপি সূত্রে জানা গেছে, ছবিটি আট বছর পর খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় ঈদ উদযাপনকে নিয়ে তোলা হয়।
এ বছরের ৮ জানুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে তিনি অনেকদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসা তত্ত্বাবধানে আছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন। ২০১৫ খ্রিষ্টাব্দে লন্ডনে ঈদ উদযাপনের সময়ও খালেদা জিয়ার পাশে ছিলেন তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। ২০১৮ খ্রিষ্টাব্দে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে খালেদা জিয়া পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। করোনাকালীন তাকে বিশেষ কারামুক্তি দেওয়া হয় এবং কারাগারে কাটানো চারটি ঈদের মধ্যে এটি ছিল বিশেষ স্মরণীয়।