ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাতিকে এক সুতোয় গাঁথা শুরু হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ৩১ মার্চ ২০২৫

আপডেট: ২০:৫৪, ৩১ মার্চ ২০২৫

সর্বশেষ

জাতিকে এক সুতোয় গাঁথা শুরু হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবারের ঈদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেছেন, দেশে শান্তি অত্যন্ত জরুরি। তাই পরষ্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো, যাতে মানুষ নিজের আগ্রহে দেশে চলতে পারে। কারো যাতে ভয়ে চলতে না হয়! উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই ভাবতে হবে। ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। এখন থেকেই জাতিকে এক সুতোয় গাঁথা শুরু হবে।

তিনি আরো বলেন, আমরা যেন পরস্পরের কাছে আসি, দূরত্ব থেকে সরে আসতে পারি। চারদিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ, ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি।

সোমবার (৩১ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়। দেশের অনেক কিছু পাওয়ার আছে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই আমাদের ভাবতে হবে।

তিনি বলেন, ঈদের বাণীই হচ্ছে, নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি, এটাই আমাদের জন্য একটা মস্তবড় আশীর্বাদ।

জনপ্রিয়