ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে: প্রশ্ন মির্জা আব্বাসের

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ৩১ মার্চ ২০২৫

আপডেট: ২১:৪২, ৩১ মার্চ ২০২৫

সর্বশেষ

কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে: প্রশ্ন মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে! অনেকে বলেন, সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। আমি বলবো, যারা এ কথা বলেন, তাদেরই মাথা খারাপ হয়ে গেছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৩১ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে হতদরিদ্র পথচারীদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ৩১ দফা যদি ফলো করা হয়, তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই। এখানে সবকিছু আছে।  তিনি বলেন, আমি এককভাবে জানতে চাই, এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে! 

তিনি আরো বলেন, যেটা বাংলাদেশে চলে না, এ রকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। আমরা সচল প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হবে। 

নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

জনপ্রিয়