
ঈদের ছুটির শেষে ফের মেট্রোরেল এবং সারা দেশের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নির্ধারিত সময় মেনে ট্রেন চলাচল ফের শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্ধারিত সময় অনুযায়ী, মেট্রোরেলের প্রথম ট্রিপ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ৩০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে যাত্রা করে।
এ দিকে, ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঈদের পর দিনের প্রথম আন্তঃনগর ট্রেন হিসেবে ভোর ৬টা ১৫ মিনিটে পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে।
এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক ঘোষণায় জানানো হয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে, তবে অন্যান্য দিন যথানিয়মে চলবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ঈদের আগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানিয়েছিলেন, ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগে সব ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল রাখা হয় এবং ঈদের পর থেকে তা পুনরায় কার্যকর হবে।