ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আ.লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না: মাহফুজ আলম

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৮, ১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:২৬, ২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

আ.লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না: মাহফুজ আলম

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এক লাখের বেশি নেতাকর্মী দিল্লিতে আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিগত সরকারের সময় গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিলো। পুলিশ-র‍্যাবসহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিলো।

গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিলো। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো।মাহফুজ বলেন, গুমের সঠিক কোনো হিসাব নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি-জামাতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল।

আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। আওয়ামী লীগ দল ছিলো না। তারা ছিল মাফিয়া। তাদের কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেবো না।

জনপ্রিয়