
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া আগের থেকে অনেকটা সুস্থ। তিনি এখন হাঁটাচলা করতে পারেন। এ ছাড়া ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোও শেষ হয়ে যাচ্ছে। আগামী কোরবানি ঈদের আগেই তারা দেশে ফিরবেন।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত জসিম উদ্দিনের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়ায় ঈদ উপহার সামগ্রী ও অর্থ সহায়তা পৌছে দিতে গিয়ে এ সব কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী।
বুধবার (২ এপ্রিল) সকালে ঢাকা থেকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপার হাট এলাকায় শহীদ জসিম উদ্দিনের বাড়ি গিয়ে কবর জিয়ারত করেন তিনি।
পরবর্তীতে উঠান বৈঠকের মাধ্যমে শহীদ জসিম উদ্দিনের স্ত্রী মোসা. রুমা বেগম ও তার মেয়ে লামিয়া এবং তার মা রাবেয়া বেগমের হাতে ঈদ উপহার সামগ্রীসহ নগদ অর্থ তুলে দেন আলতাফ হোসেন চৌধুরী।
বিএনপি সারাজীবন শহীদ জসিম উদ্দিনের পরিবারের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।
এ সময় পটুয়াখালী যুবদলের সাবেক সভাপতি মাকসুদ আহম্মেদ বাইজিদ পান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, পটুয়াখালী জেলা যুবদলের সহসভাপতি মোস্তাফিজুর রহমান রুমি জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার নাজুসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শহীদ জসিম উদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন। ১০ দিন পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।