ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মেট্রোরেল ফাঁকা বৃহস্পতিবারেও

জাতীয়

আমাদের বার্তা

প্রকাশিত: ১২:৪২, ৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৪৩, ৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

মেট্রোরেল ফাঁকা বৃহস্পতিবারেও

ঈদের ছুটি শেষে বেসরকারি অনেক অফিস খুলেছে। তবে ঈদের ছুটির রেশ এখনো রয়ে গেলেও দেশের সবচেয়ে দ্রুততম গণপরিবহন মেট্রোরেলে নেই ভ্রমণপিপাসুদের ভিড়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজধানী আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্টেশনগুলোতে ঘুরে দেখা যায়, বেশির ভাগ ট্রেন প্রায় ফাঁকা, যে কয়েকজন আছেন, তারা শুধু ঘোরার জন্যই এসেছেন। তবে উল্টো অবস্থা সড়কে। রাস্তায় যথেষ্ট পরিমাণ গণপরিবহন বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কিন্তু তেমন কোথাও যানজট নেই।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, মতিঝিল, যাত্রাবাড়ী, মৌচাক, মালিবাগ, বাড্ডা, বিশ্বরোড, বনানী, গুলশান, শাহবাগ, ফার্মগেট, মিরপুর, শেওড়াপাড়া অঞ্চলের রাস্তাগুলোতে যানবাহনের তেমন চাপ নেই। ফলে কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল ছাড়াই যাতায়াত করতে পারছে পরিবহনগুলো।

এদিকে, ঢাকায় মানুষ কম থাকায় যাত্রী কম বলে মনে করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আর সকাল সকাল ভ্রমণপিপাসুরাও বের হয়নি। স্টেশনে উপস্থিত কর্মকর্তাদের দাবি, বেলা বাড়লে ভ্রমণপিপাসুদের উপস্থিতি বাড়তে পারে।

সরেজমিন দেখা গেছে, স্টেশনগুলোতে এমন কোনো যাত্রীর আগমণ নেই। দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা অবসরে সময় পার করছেন। নেই টিকিট বিক্রির দীর্ঘ লাইন। হাতে গোনা যেসব যাত্রী আসছেন, তাদেরও অপেক্ষা ছাড়াই মেশিনের সাহায্যে টিকিট কাটতে হচ্ছে। কাউন্টারগুলোতে টিকিট বিক্রেতাকেও দেখা যায়নি। তবে দায়িত্বরত আনসার সদস্য, এমআরটি পাস চেকার ও পরিচ্ছন্নতাকর্মীর কাজে নিয়োজিতদের উপস্থিতি দেখা গেছে।

জনপ্রিয়