ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কমিউটার ট্রেনে আগুন: ২ ঘণ্টা পর ট্রেন চলাচল ফের চালু

জাতীয়

আমাদের বার্তা

প্রকাশিত: ১৭:৩৮, ৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৪০, ৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

কমিউটার ট্রেনে আগুন: ২ ঘণ্টা পর ট্রেন চলাচল ফের চালু

গাজীপুরের শ্রীপুর সাতখামাইর রেলস্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা লাগে। এতে ঢাকা ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে  দুপুর পৌনে একটার দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে এর দুই ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ফের চালু হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাতখামাইর রেলস্টেশন এলাকায় নেত্রকোনার মোহনগঞ্জগামী ট্রেনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেন।  এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন-

কমিউটার ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মোহাম্মদ মামুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর ওভার হিট হয়ে আগুন লাগতে পারে।

তিনি বলেন, দুর্ঘটনার পর আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়। দুপুর পৌনে একটার দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে দুই ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যাওয়া বগিটি সরিয়ে ফেলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জনপ্রিয়