
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন, তিস্তা পনিবন্টণ সমস্যাসহ প্রাসঙ্গিক আরও বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৪ এপ্রিল) বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় প্রেস সচিব বলেন, ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত বিষয় আছে সেগুলো নিয়ে নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন ড. ইউনূস।
এখানে শেখ হাসিনার প্রত্যার্পন, তার নানা বক্তব্য নিয়ে আলোচনা হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এছাড়া, বর্ডার কিলিং, তিস্তা পানি বন্টণসহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।