
বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশে অনুষ্ঠান করিয়েছে জাতীয় দিবস গুলোতে, ইদানিং পাকিস্তানি শিল্পীদেরকেও বাংলাদেশে আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নামে স্বাধীনতা কনসার্টের প্রস্তুতির ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, বাংলাদেশের অসংখ্য মেধাবী ব্যক্তিত্বরা রয়েছেন, যারা ইতোমধ্যে বিশ্বের বুকে নিজেদের তুলে ধরেছেন। তাদেরকে সুযোগ করে দিতে হবে, মূলত বাংলাদেশি যারা শিল্পী রয়েছেন তাদের ব্যান্ডিংয়ের জন্যই এই অনুষ্ঠান।
আমরা মনে করি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে অর্জিত এই বাংলাদেশ ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ। এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই। এ জন্য দেশি শিল্পীদের সুযোগ করে দিতে হবে।
প্রসঙ্গত, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়া এই চারটি শহরে ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘সবার আগে বাংলাদেশ’কনসার্ট। ঢাকার কনসার্টটি হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।
জানা গেছে, এই আয়োজনে রাজধানীতে সংগীত পরিবেশন করবেন—জেমস, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় শিল্পীরা। এ ছাড়া কনসার্টে থাকছে ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক ব্যান্ড।
চট্টগ্রামের কনসার্টে সংগীত পরিবেশন করবে— মাইলস, নাটাই, সাবকন্সিয়াস, বে অব বেঙ্গল ব্যান্ড। এ ছাড়া কনসার্টে অংশ নেবেন ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী ও মিথুন বাবু। খুলনার কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। আরও থাকছেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা ও পলাশ।