
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি।
শুক্রবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই মন্তব্য করেন। মির্জা আব্বাস আজ তাঁর রাজধানীর শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের সঙ্গে রাজনীতি, নির্বাচন, সংস্কারসহ নানা বিষয়ে মতবিনিময় করেন।
থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের উচিত সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য ভারতের সঙ্গে আলোচনা করা এবং ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি বাতিল করা।’
এ ছাড়া শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো।’
শেখ হাসিনার সঙ্গে যারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদেরকেও বাংলাদেশে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।