ঢাকা রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:৩৬, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৩৯, ৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মিয়ানমার প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন তিনি।

শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় তা জানিয়েছেন।

বার্তায় বলা হয়, অধ্যাপক ইউনূস ২৮শে মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।

সাক্ষাৎকালে দুর্যোগের প্রতিক্রিয়ায় মায়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল মোতায়েনের পাশাপাশি বাংলাদেশের দেওয়া মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা আরও মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। আমাদের জাহাজ প্রস্তুত।

মিয়ানমারের প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন বাংলাদেশ নেতার সঙ্গে আঞ্চলিক গোষ্ঠীটি একটি নতুন গতিশীলতার সাক্ষী হবে।

উল্লেখ্য, মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের উদ্ধারকারী ও মেডিকেল টিম এরই মধ্যে সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দল মিয়ানমারের রাজধানী নেপিডোয় জুবু থিরি টাউনশিপ এবং নেপিডো এলাকার কয়েকটি ভবনে উদ্ধার অভিযান শুরু করেছে।

বাংলাদেশের চিকিৎসা দল বালা থেইড্ডি নামক এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

জনপ্রিয়