
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়াসহ মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেছে।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বেশির ভাগ জায়গায় ধূলিঝড় শুরু হয়। এরপর কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঢাকার ওপর দিয়ে ৪০ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে গেছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বেশিরভাগ জায়গায় ধূলিঝড় শুরু হয়। এরপর কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
রাজধানী ছাড়াও ময়মনসিংহ, নরসিংদী, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, গোপালগঞ্জ, কুষ্টিয়া, খুলনা ও সিরাজগঞ্জরর দমকা হাওয়াসহ বজ্রঝড় হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যখানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।