
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে বাংলাদেশি নাগরিকদের বহনকারী একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একজন নিহত এবং গুরুত আহত হয়েছেন ১৫ জন।
রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক নিয়ে বাসটি উল্টে যায়।
নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন।
এর আগে, এই পর্যটকরা কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন বলেও জানিয়েছে তারা।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন তারা।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর এটি দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এ দুর্ঘটনা ঘটল সেটি নিরূপণে তদন্ত করা হচ্ছে।