
ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সময়মতো যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৫ এপ্রিল) রাতে নবীনগর-চন্দ্রা সড়কের মোজারমিল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে যাত্রীদের মালামালসহ বাসটি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস গতকাল শনিবার রাত ৯টার দিকে মোজারমিল এলাকায় পৌঁছালে তাতে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে চালক বাসটিকে রাস্তার পাশে থামিয়ে দেন। এ সময় বাসের যাত্রীরা দ্রুত নেমে যান। কিন্তু বাসে থাকা যাত্রীদের মালামালসহ বাসটি পুড়ে যায়।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।