ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাম নবমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:৩১, ৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

রাম নবমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের জন্মজয়ন্তী শুভ রাম নবমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ রোববার সকালে রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দিরের সামনে থেকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বর্তমান অন্তর্বতী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এজন্য অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনে শান্তি সমৃদ্ধি অব্যাহত থাকবে সেটাই আশা করি।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের ফলপ্রসু বৈঠকের মাধ্যমে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন সম্ভাবনার দিক উন্মোচন হয়েছে। এই সম্পর্ক আগামী দিনে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে, সেটাই কামনা করছি। পাশাপাশি ভিসা চালুসহ ভারতের কাছ থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায়, প্রেসিডিয়াম সদস্য সুমন দে, মহিলাবিষয়ক সম্পাদক প্রতিভা বাকচী, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি অজিত কুন্ডু প্রমুখ।

সমাবেশ শেষে রামসীতা মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। সব বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোর মনোরম সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি জয়কালী মন্দির রোড, ওয়ারী থানা, দয়াগঞ্জ মোড় হয়ে পুনরায় রামসীতা মন্দিরের সামনে এসে শেষ হয়।

এর আগে সকাল ৭টায় রাম-সীতা মন্দিরে শ্রী রামচন্দ্রের পূজা অনুষ্ঠিত হয়। এ সময় যজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয়।

জনপ্রিয়