ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ট্রাম্পের শুল্ক পর্যালোচনায় বৈঠক শুরু

জাতীয়

আমাদের বার্তা

প্রকাশিত: ১৭:০৭, ৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ট্রাম্পের শুল্ক পর্যালোচনায় বৈঠক শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। এ শুল্ক পর্যালোচনা করতে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। 

রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। 

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেসসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থসচিব এবং কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। নতুন করে আরো ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই শুল্কের কারণে বাংলাদেশের রফতানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রফতানি, বিশেষ করে তৈরি পোশাক রফতানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রফতানিকারকেরা। 

বাংলাদেশের মোট পণ্য রফতানির ১৮ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

জনপ্রিয়