
গাজায় হামলার প্রতিবাদে আজ সোমবার দেশজুড়ে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি। সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ফিলিস্তিনের পতাকা নিয়ে জড়ো হয়ে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন।
এবার দেশের জনগণকে রাজপথে নামার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানিয়ে সারজিস বলেন, ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন, নেমে পড়ুন।
মার্চ ফর গাজা, মার্চ ফর প্যালেস্টাইন।’
এর আগে গতকাল রবিবার এক পোস্টে এনসিপি, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলকে 'বাংলাদেশ' ব্যানারে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামার আহ্বান করেছিলেন সারজিস।
ওই পোস্টে তিনি বলেছিলেন,“আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারব না। “কিন্তু তাদের লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবে।
এনসিপি, বিএনপি, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি।”