ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এফএ কাপে জিতে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন হামজা

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৮:৫২, ৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

এফএ কাপে জিতে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন হামজা

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনে নির্বিচার হত্যাযজ্ঞ শুরু করে দখলদার ইসরাইল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিধনের নাম করে গোটা ভূখণ্ডকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা। এখন পর্যন্ত এই নির্বিচার হত্যাযজ্ঞে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনী।

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বরাবরই সরব বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। সবসময় ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। ২০২০-২১ মৌসুমে ক্লাব পর্যায়ে প্রথম শিরোপা জিতেছিলেন লেস্টার সিটির হয়ে। তখন শিরোপা এবং মেডেল গ্রহণের সময় ফিলিস্তিনের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি।

এবারের ঈদের সময়ও ফিলিস্তিনের কথা স্মরণে রেখেছেন হামজা। ইনস্টাগ্রামে ঈদ শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন হামজা। সেখানে একটি ছবিতে তার হাতে ফিলিস্তিনের পতাকার রঙে রঙিন একটি রিস্ট ব্যান্ডের দেখা মিলেছে।

এদিকে গাজা নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। তার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ফেসবুকে ফিলিস্তিনের পতাকা জুড়ে দিয়ে মুশফিক সৃষ্টিকর্তার কাছে নির্যাতিতদের জন্য সাহায্য চেয়েছেন।

মুশফিক লিখেছেন, ‘হে আল্লাহ, নির্যাতিত সবাইকে সাহায্য করুন। হে আল্লাহ তাদের রক্ষাকারী হন, সাহায্যকারী হন, সমর্থক হন এবং শক্তি বাড়িয়ে দেন।’

একদিন আগে গাজার ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করে নাহিদ রানা লেখেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’

গাজায় হামলার ছবি জুড়ে মাহমুদউল্লাহ সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে ‘কারীম’, হে ‘রাহমানুর রাহীম’, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন, আমিন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব। আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন হে আল্লাহ!’

জনপ্রিয়