ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয়, চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত’

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:৪২, ৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

‘বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয়, চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত’

বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই বলে জানিয়েছেন প্রতিষ্টানটি। সোমবার (৭ এপ্রিল) রাতে বাটার ভেরিফাইড ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানায়, বাটা গ্লোবালি একটি বেসরকারিভাবে মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যা চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংঘাতের সঙ্গে এর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এটি অত্যন্ত দুঃখজনক যে, বাংলাদেশের কিছু খুচরা বিক্রয়কেন্দ্রে সম্প্রতি ভাঙচুর চালানো হয়েছে, যা সম্ভবত এই ভূল তথ্যের কারণে ঘটেছে।

এতে আরও বলা হয়, আমরা যেকোনো ধরনের সহিংসতাকে দৃঢ়ভাবে নিন্দা করি। বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে সেবা প্রদান করে আসছে এবং সর্বদা গুণগত মান ও সব সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ।

জনপ্রিয়