ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাকার বায়ুর মান আজ অপেক্ষাকৃত ভালো

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ০৯:৫৬, ৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ঢাকার বায়ুর মান আজ অপেক্ষাকৃত ভালো

বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানী ঢাকার অবস্থান ৩৫তম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ৭৫। বাতাসের এই মান ‘মাঝারি’ বা অপেক্ষাকৃত ভালো বলে বিবেচনা করা হয়। টানা কয়েক দিন ঢাকার বাতাসের মান ছিল অস্বাস্থ্যকর। তবে রোববার বৃষ্টির পর এ মান অপেক্ষাকৃত ভালো হয়েছে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল নেপালের কাঠমান্ডু। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ২৬১। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ভারতের দিল্লি ও ভিয়েতনামের হ্যানয়। দুই শহরের স্কোর ১৮১ ও ১৭৯।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

জনপ্রিয়