
দেশের প্রাচীনতম এবং আর্ন্তজাতিক স্বীকৃতিপ্রাপ্ত সংগঠন ‘বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ’-এর ১১তম জাতীয় সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে উপকমিটি গঠন করা হয়েছে।
২ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম.এ হান্নানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ১১তম জাতীয় সম্মেলন উপলক্ষে সংগঠনের মহাসচিব মো. নিজামউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক এবং অতিরিক্ত মহাসচিব মো. বেল্লাল হোসেনকে সদস্য সচিব করে কেন্দ্রীয় উপকমিটি গঠন করা হয়।
এ ছাড়া আঞ্চলিক, মহানগর, জেলা প্রতিনিধি, অধিদপ্তর, দপ্তর, সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে সক্রিয় ও কর্মরত সংগঠনের নেতৃদের অন্তর্ভুক্ত করে মোট ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দেশের সবচেয়ে প্রাচীনতম এবং ১৯৮৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন। সংগঠনটি World Fedaration of Trade Union (WFTU), Trade Union International (Public Service & Allied) অনুমোদিত সংগঠন। সংগঠনটি সরকারি কর্মচারী অঙ্গনে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুখ্যাতি রয়েছে।