
ড. ইউনূস কিভাবে ঈদ যাত্রা ভালো করা যায় সেটা নিয়ে জাদু দেখাচ্ছেন। কিন্তু রাজনৈতিক বিতর্কে কি জাদু দেখাবেন এমন প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত 'রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায়' তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস কিভাবে ঈদ যাত্রা ভালো করা যায় সেটা নিয়ে জাদু দেখাচ্ছেন। কিন্তু রাজনৈতিক বিতর্কে কি জাদু দেখাবেন? আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে রকম করে সংস্কার কমিশন প্রস্তাব করেছে প্রতিনিধি সম্পর্কে। আমরা এই প্রস্তাবের ব্যাপারে একমত নই। তবে অনেক প্রস্তাবে আমরা একমত হয়েছি, আর যেসব প্রস্তাবে একমত নই সেসব নিয়ে আমরা কথা বলতে থাকবো তাদের সঙ্গে।
তিনি বলেন, ড. ইউনূস মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখন পর্যন্ত চারবার ডেকেছে বিভিন্ন ইস্যুতে। কিন্তু তিনি একবারও রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকেনি। উনি ডেকেছেন ইস্যু নিয়ে।
মান্না বলেন, আমাদের রাষ্ট্রের মূলনীতির মধ্যে সমাজতন্ত্র ছিলো। এখনো অনেকেই আছেন সমাজতন্ত্র রাখবার পক্ষে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে মনে করি সমাজতন্ত্র এখন আমাদের লক্ষ্য নয়। রাশিয়া এবং পুরো পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের ধ্বস নামার পরে, পতনের পরে সমাজতন্ত্র মূলনীতি হবার কোন কারণ নেই।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পিপলস রিপাবলিককে আবার বাংলায় প্রজাতন্ত্র করেছে। এই প্রজা বলতে আবার আমার ভালো লাগে না। প্রজাতন্ত্র কেন হবে ? এই বিতর্কে আমেরিকা যে রেস্ট্রিকশন দিয়েছে, তার কারণে গার্মেন্টস ডুবে যায় কী না কে জানে। ওতে কোন সাহায্য হচ্ছে না।
তিনি আরও বলেন, ড. ইউনূস আমাদের জাদু দেখিয়েছেন। কেউ কল্পনা করতে পেরেছেন যে রোজার মধ্যে জিনিসপত্রের দাম কমাতে পারবে। কিন্তু তারপরও সবাই মিলে যদি বলেন উনাকে (ড. ইউনূস) পাঁচ বছর থাকুক বিনা ভোটে; সেটা কি ঠিক হবে? কিন্তু পলিটিক্স ইজ কমান্ডার অব দিস ফাইটিং। আজকে ভালো লাগবে, কিন্তু কালকে যখন খারাপ লাগবে তখন? তখন হবে যে, আজকে গলাগলি কালকে গালাগালি।
ইবাইস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আরিফুর রহমানের সভাপতিত্বে ও গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।