
উপদেষ্টার লোকজন সংখ্যায় খুবই নগণ্য হলেও এখন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীই তাদের প্রধান ভরসা। তারা মুরাদনগরে আতঙ্ক ছড়াচ্ছে বিএনপির নেতা-কর্মীদের ঘরে ঘুমাতে দেবে না। তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মুরাদনগরে যা ইচ্ছে করবেন। প্রশাসন তার কথামত কাজ করবে এবং বাস্তবেও তাই দেখা যাচ্ছে। এমন অভিযোগ এনেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি নেতা-কর্মীরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন, সদস্য সচিব মোল্লা মহিবুল হক, যুগ্ন আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ নেতারা এনসিপিতে যোগ দিচ্ছে এবং উপদেষ্টা আসিফের সঙ্গে মিশে পুলিশের সহযোগিতায় বিএনপি নেতা-কর্মীদের ওপর আগের মতো জুলুম-নির্যাতন শুরু করেছে। পুলিশ মুরাদনগরের ৬ লাখ মানুষকে উপেক্ষা করে গুটিকয়েক ছাত্রলীগ থেকে আসা এনসিপি কর্মীদের ঢাল হয়ে ঘুষ চাঁদাবাজিতে ব্যস্ত। তাদের কথামত পুলিশ বিএনপি ও আপামর জনতাকে নানাভাবে নির্যাতন করছে। মুরাদনগর যেনো পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা যেনো শপথই করে নিয়েছে আওয়ামী-লীগ পুলিশ ভাই-ভাই ভিন্নমতের ঠাঁই নেই।
সতের বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন সহ্য করা বিএনপি নেতা-কর্মীরা এখনো ঘর ছাড়া অন্যদিকে আওয়ামী লীগের যে সব জালিম অত্যাচারী নেতাদের দ্বারা বিএনপি জামায়াতসহ সাধারণ জনগণ নির্যাতিত ছিলো।
যাদের অত্যাচার থেকে নারী-পুরুষ হিন্দু-মুসলিম কেউ রেহাই পেত না। সে সব চাঁদাবাজ অত্যাচারী আওয়ামী লীগের নেতারা পুলিশের সহযোগিতায় নিজের বাড়িতে চলে এসেছে। শুধু তাই নয়, আগের মতো পুলিশের সহযোগিতায় মুরাদনগরে জুলুম-নির্যাতন শুরু করেছে, যোগ করেন তারা।
সিএনজি স্ট্যান্ডের কেরানিকে ধরে নিয়ে তার ভাইয়ের কাছে ঘুষ দাবি করে পুলিশ। ঘুষ না দেয়ায় সেই কেরানিকে আদালতের মাধামে কারাগারে পাঠায় মুরাদনগরের ওসি জাহিদুর রহমান। নিরুপায় সিএনজির স্ট্যান্ডের কেরানি আবুল কালামের ভাই আদালতে ওসির বিরুদ্ধে মামলা করেন, যা পিআইবিতে তদন্তাধীন রয়েছে। পুলিশের অত্যাচারে অতিষ্ঠ মুরাদনগরের সিএনজি চালক থেকে শুরু করে খেটে-খাওয়া মানুষ।
তারা বলেন, আপনারা জেনে হতবাক হবেন-আওয়ামী লীগের মতো নিজের মতের বিরুদ্ধে গেলেই বিএনপি নেতাকর্মীদের হুমকি ধমকি এবং চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশের সহযোগিতায় হয়রানি করছে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া ও উপদেষ্টার চাচাতো ভাই অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ।
নিজের ক্ষমতার দাপট দেখাতে পবিত্র ঈদুল ফিতরের আগে ও এখনো কুমিল্লা ও ঢাকা থেকে ডিবি পুলিশ এনে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদেরও হয়রানি করছে।