ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নরসিংদীতে নির্বাচন কমিশনার

সময়ই বলে দেবে কোন দল, কোন প্রার্থী নির্বাচন করতে পারবেন 

জাতীয়

আমাদের বার্তা, নরসিংদী 

প্রকাশিত: ২০:১০, ৯ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সময়ই বলে দেবে কোন দল, কোন প্রার্থী নির্বাচন করতে পারবেন 

সময়ই বলে দেবে কোন দল, কোন প্রার্থী নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর মাসকে টাইমলাইন ধরেই নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবেই ভোটার তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ প্রমুখ।

সাংবাদিকরা নির্বাচন কমিশনারের কাছে জানতে চান, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এবং সেখানে নৌকা প্রতীক থাকবে কিনা!  এর উত্তরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত। এছাড়া, এটি বলার এখনো সময় আসেনি। ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে কিনা সময়ই বলে দেবে। 

তিনি বলেন, সময়ই বলে দেবে কোন দল, কোন প্রার্থী নির্বাচন করতে পারবেন এবং ব্যালটে কী মার্কা থাকবে, কী মার্কা থাকবে না।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সরকার নির্বাচনে সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে, সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রপতি নির্বাচন কন্ড্রাক্ট (পরিচালনা) করা। এখন জাতীয় সংসদটা হলো আমাদের মূল কাজ।

তিনি বলেন, এরপর যদি রাজনৈতিক ঐকমত্য হয়, সরকার যদি মনে করে যে, সরকার স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বতোভাবে প্রস্তুত, সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে, তাহলে পরে নির্বাচন কমিশন সেটি করবে। তবে আমার ফোকাস হচ্ছে- জাতীয় সংসদ নির্বাচন।

জনপ্রিয়