ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রশ্নফাঁসের তথ্য সামাজিক মাধ্যমে ছড়ালে দায় নিতে হবে: শিক্ষা উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা

প্রকাশিত: ১২:০৭, ১০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

প্রশ্নফাঁসের তথ্য সামাজিক মাধ্যমে ছড়ালে দায় নিতে হবে: শিক্ষা উপদেষ্টা

যাচাই-বাছাই না করে প্রশ্নফাঁসের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে তার দায় তাকেই নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকার ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন-

প্রশ্নফাঁসরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি: শিক্ষা উপদেষ্টা

এসএসসির কেন্দ্র পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা

সামাজিক মাধ্যমে প্রশ্নফাঁস নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা আশা করবো, তারা এসব থেকে বিরত থাকবেন। আমার রাজনৈতিক অবস্থান যাই থাকুক না কেন, দেশের মঙ্গলের জন্য এসব থেকে বিরত থাকবেন। পরীক্ষা এমন একটা বিষয়, এটি অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থী-অভিভাবকদের মানসিক চাপ তৈরি হয়।

তিনি বলেন, প্রশ্নফাঁসের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে জানাতে হবে, যাতে তারা যাচাই-বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা বিষয় পেলেন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং তার দায়দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তাই, আমাদের আবেদন থাকবে, আপনারা এসব থেকে বিরত থাকবেন।

জনপ্রিয়