ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এবার রোজায় কম লোডশেডিং, আ.লীগের মন্ত্রীর কড়া সমালোচনা নাজমুলের

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫১, ১১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

এবার রোজায় কম লোডশেডিং, আ.লীগের মন্ত্রীর কড়া সমালোচনা নাজমুলের

আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কড়া সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নসরুল হামিদকে চোর বলেও সম্বোধন করেছেন তিনি।  একইসঙ্গে আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরও সমালোচনা করেছেন তিনি।  

বাংলাদেশ সময় শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে এই সমালোচনা করেন তিনি।  

ফেসবুকে সিদ্দিকী নাজমুল আলম লেখেন— যেই *** লুটপাটপাট করে দলটাকে শেষ করল অতিরঞ্জিতভাবে, অতিকথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলো তাদের বিরুদ্ধে লিখলেই একদলের জ্বালা ওঠে এভাবে যে, এখন ঐক্যের সময় এখন এগুলো লেখা যাবে নাম, আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। মোটকথা তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করবো আমরা। আমাদের পরিবার জীবন দেবে আর তারা সুটেট-বুটেড হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবে। 

অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষে বিদ‍্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতিসাধন করেছেন, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ‍্যুৎচোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করতো এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব‍্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো । 
বিদ‍্যুৎ চোর বিপু বড় ব‍্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিল, আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিল, মনে করেছিল, বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবে না। কিন্তু না, নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ‍্যুৎ চোরে পরিণত হয়েছে বিপু।

বিপু একটা চোর চোর চোর, ওর বউ চোর ভাই চোর সন্তানেরা চোর। 
ওদের গত ১০ বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা। 
বিপুর সমস্ত ব‍্যবসা বাণিজ‍্য বিএনপি-জামাতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করছে। বিপুরা ক্ষমতা এবং টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করতো চরিত্রহীন লম্পট পরিবার বিপুর পরিবার 
ঐ পরিবারের পুরুষদের চাইতে নারীরাও পিছিয়ে নেই 
দে আ‍্যার পার্ভার্টেড বাই সোশালী এন্ড সেক্সুয়ালী 
বিপু চোর বিপু চোর বিপু চোর 
এই চোরের চুরির কারণে এবং বিপুর কেরামতিতে রাজনীতিকে রাজপথ থেকে এসি রুমে চলে গেছে ফাইভ স্টারে নিয়ে গেছে, রাজনীতিকে ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেটে নিয়ে গেছে রাতের বেশ‍্যাদের কাছে নিয়ে গেছে 
ফলশ্রুতিতে আমরা ধ্বংস হয়েছি। আর মুসলমানরা ফিলিস্তিনিদের রক্ষার জন‍্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছে, আমরা আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছি, যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে।  

এলাকার রাজনীতিতেও বিপু জিরো, পুরো রাজনীতিটা করেন ঐখানে শাহীন চেয়ারম্যান। অত‍্যন্ত জনপ্রিয় কর্মীবান্ধব দুঃসময়ের শাহীন চেয়ারম্যানের সাজানো বাগানের মালিক হলো বিপু। অথচ শাহীন চেয়ারম‍্যানের মতো পুরোনো মানুষের সাথে উপজেলার সাধারণ সম্পাদক বানিয়েছে বিপুর ব‍্যক্তিগত সহকারী এক ইয়ো ইয়ো বয়কে।   

বিপু কিন্তু তার ছেলেমেয়েদের লাক্সারিয়াস লাইফ লিড করাচ্ছে, কিন্তু আমি আপনি আমাদের ছেলেমেয়েদের মৌলিক চাহিদা পূরণ করাতে হিমশিম খাচ্ছি। 
আমি সরকারি দলে থাকতেও সমালোচনা করেছি, নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছি, বড় বড় রথী-মহারথীদের সাথেও অন্যায় ইস্যুতে ছাড় দেইনি, দিবোওনা।  

নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করবো। আমার স্পষ্ট অবস্থান থেকে নেত্রী যেদিন থাকবে না সেদিন থেকে আর রাজনীতিও করবো না। 

নেত্রী সংসদে দাঁড়িয়ে অনেকবারই বলেছেন এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়। ব‍্যক্তিগতভাবে এটা আমি শতভাগ বিশ্বাস করি এবং মানি।  
 

জনপ্রিয়