
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে শোভাযাত্রায় বহনের জন্য তৈরি করা দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল মামলাটি দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। তিনি বলেন, চারুকলার মোটিফে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এর আগে এ চারুকলা অনুষদের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিলো।
এদিকে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক কালো টি-শার্ট পরে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মো. নজরুল ইসলাম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভোর ৫টার কিছু আগে এটি ঘটে। আমাদের ধারণা, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছে। ডিটেনশন টিম কাজ করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা গেছে, ফ্যাসিবাদবিরোধী মোটিফ পোড়াতে গিয়ে শান্তির প্রতীক পায়রাটি আগুনে পুড়ে গেছে। যারা এই মোটিফ পছন্দ করে না, তাদের দিকেই আমাদের সন্দেহ যাচ্ছে।