ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাকায় নেতানিয়াহুকে জুতাপেটার খবর ইসরায়েলি গণমাধ্যমে

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ২৩:১৭, ১২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ঢাকায় নেতানিয়াহুকে জুতাপেটার খবর ইসরায়েলি গণমাধ্যমে

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের বাংলাদেশিরা। বাংলাদেশিদের এই বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করেছে প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। সেখানে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) টাইমস অব ইসরায়েল একই খবরের শিরোনামে লিখেছে, বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তাঁর মিত্রদের ছবি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র‍্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাঁদের হাতে ছিল কয়েক শ ফিলিস্তিনি পতাকা। সেখানে তাঁরা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’-এর মতো স্লোগান দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়েছেন। তাঁদের অভিযোগ, তাঁরা ইসরায়েলের সহযোগী। র‍্যালিতে তাঁরা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলিকা নিয়ে এসেছিলেন।

প্রতিবেদনের শেষে বলা হয়েছে, ১৭ কোটি মানুষের বাংলাদেশটি মুসলিমপ্রধান। ইসরায়েলের সঙ্গে তাঁদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তাঁরা অফিশিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করেন।

জনপ্রিয়