ঢাকা বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মেঘনা আলমকে এভাবে গ্রেফতার করা ঠিক হয়নি: আইন উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৩০, ১৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

মেঘনা আলমকে এভাবে গ্রেফতার করা ঠিক হয়নি: আইন উপদেষ্টা

মডেল মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। 

রোববার (১৩ এপ্রিল) সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে। সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। এখানে আইন উপদেষ্টা (তিনি নিজে) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। বাকিটাও উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, মূলত ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিলো। আসলে বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা ছিলো তাদের। যারা এর সঙ্গে জড়িত ছিলো তাদের বিচারের আওতায় আনা হবে।

টাকা চুরির বিষয়ে বলতে গিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, টাকা চুরির ঘটনায় সঠিক আইনগত বিষয় খতিয়ে দেখতে ডক্টর কামাল হোসেন কাজ করবেন। আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে জানা যাবে। 

জনপ্রিয়