ঢাকা বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিলের কর্মসূচি খেলাফত মজলিসের

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:২৯, ১৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিলের কর্মসূচি খেলাফত মজলিসের

ভারতের লোকসভায় পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিল ও ভারত জুড়ে অব্যাহত মুসলিম নিধনের প্রতিবাদে আগামী ২৩ এপ্রিল (বুধবার) ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার (১২ এপ্রিল) পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদ এ তথ্য জানিয়েছেন।

হাসান জুনাইদ জানান, বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা মামুনুল হক। সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।

জনপ্রিয়