ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন: ফরিদা আখতার

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ১৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন: ফরিদা আখতার

দেশে এবারই প্রথমবারের মতো সরকারি পৃষ্ঠপোষকতায় উদযাপিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত ‘বাংলার উৎসব ১৪৩২: চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

 ফরিদা আখতার বলেন, বাংলা সংস্কৃতিকে হৃদয় থেকে উপলব্ধি করতে হলে ফিরে তাকাতে হবে গ্রামীণ জীবনের দিকে। নতুন বাংলা বছরের প্রাক্কালে তিনি প্রত্যাশা করেন, এই উৎসব নতুন সম্ভাবনা, সুখ ও স্বস্তি বয়ে আনবে সবার জীবনে।
 
অনুষ্ঠানে অতিথিরা বলেন, চৈত্র সংক্রান্তি শুধুই একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি।

 উদ্বোধনী অনুষ্ঠানে বাউল সংগীত ও ঐতিহ্যবাহী বাংলা গানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। ওকি গাড়িয়াল ভাই গানের সুরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গ্রামবাংলার আবহ, চৈত্রের প্রখর রোদেও চলতে থাকে আনন্দ-উৎসব। বাংলা ১৪৩২ সালকে বরণ করে নিতে এবং পুরোনো বছরের শেষ দিনটি স্মরণীয় করে তুলতে শুরু হয় এই বিশেষ আয়োজন।
 
আয়োজনে ছিল বাউল গান, গ্রামীণ মেলা, হস্তশিল্প, বীজ প্রদর্শনী এবং মুখরোচক বাঙালি খাবারের আয়োজন। দেশের নানা প্রান্ত থেকে আগত কৃষক ও বাউল সাধকেরা কৃষিভিত্তিক গান পরিবেশন করেন, যেখানে ফুটে উঠে আবহমান বাংলার চিত্র।

জনপ্রিয়