
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!’
তার পোস্টের নিচে একজন কমেন্টে করেছেন, ছাত্রলীগ কখনও ভুল বলে না..... তারা বলেছিল আপা ফিরবে, আরও ভয়ংকর রুপে, ঠিকই আজ প্রমাণ পেলাম। তাদের প্রতি কনফিডেন্ট আরও বেড়ে গেলো
আরেকজন লিখেছেন, বিচারের মুখোমুখি হয়ে শাস্তি ভোগ করা ছাড়া অন্য কোনো উসিলায় বা মাধ্যমে রাক্ষুসীটা ফিরে না আসাই জাতির জন্য উত্তম।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’, যা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে। অন্যবারের মতো এবারও রঙের ছটা ও উৎসবের আমেজ রয়েছে। তবে একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাবয়ব।[inside-ad-2]
আগে তৈরি করা মুখাবয়বটি পুড়িয়ে ফেলার পর ফের ককশিট দিয়ে তৈরি করা হয় আরেকটি মুখাবয়ব। এর সঙ্গে সবার দৃষ্টি কাড়ে জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফ। উৎসবে অংশ নেয়াদের অনেককেই এসব মোটিফের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।