
ফিলিস্তিনে থামছেই না ইসরাইলি বর্বর হামলা। এই হামলায় আহতের মধ্যে এক হাজার ফিলিস্তিনি নাগরিককে চিকিৎসার জন্য বাংলাদেশে আনা হবে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামীর উদ্যোগে এসব আহত ফিলিস্তিনি নাগরিককে বাংলাদেশে এনে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী দুই-এক দিনের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আল মারকাজুল ইসলামীর তথ্য বিভাগের তথ্য প্রযুক্তি কর্মকর্তা নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং সরকারের সার্বিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ সফল হবে ইনশাআল্লাহ। আহত ফিলিস্তিনি নাগরিকদের যথাযথ চিকিৎসা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে, তারা সুস্থ হয়ে স্বজনদের কাছে ফিরে যেতে পারবেন—সেই লক্ষ্যে তাদের নিজ দেশে ফিরিয়ে দেয়ার প্রস্তুতিও নেয়া হবে।’