
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের প্রতি সংহতি জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদার ও উন্নয়ন সহযোগীরা। একই সঙ্গে এই রোডম্যাপ বাস্তবায়নে বেশ অগ্রগতি হয়েছে বলেও জানানো হয়েছে।
এর অংশ হিসেবে ইতোপূর্বে দেশের সাতটি বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে ‘জুডিশিয়াল ইনডিপেন্ডেন্স অ্যান্ড ইফিসিয়েন্সি’ শীর্ষক সিরিজ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এসব সেমিনারে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ইউএনডিপি এর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার এবং শীর্ষস্থানীয় কর্মকর্তা রোমানা শোয়েইগার উপস্থিত ছিলেন।
তারা প্রধান বিচারপতি কর্তৃক ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং বাংলাদেশের বিচার বিভাগের আধুনিকায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এমনকি এই সংস্কার রোডম্যাপ বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন।
সেমিনারে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় অভিজ্ঞতা বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছে বাংলাদশস্থ ইউরোপিয়ান ইউনিয়ন অফিস।
বিচার বিভাগের কাঙ্ক্ষিত পরিবর্তন যাতে বাস্তব রূপ লাভ করতে পারে, সেজন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ফলাফলভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি। এই সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগকে মানুষের কাছে আরো সহজলভ্য, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।