ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সরকারি ভ্রমণে স্বামী বা স্ত্রীকে সঙ্গী করা যাবে না

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:১৮, ১৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সরকারি ভ্রমণে স্বামী বা স্ত্রীকে সঙ্গী করা যাবে না

সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা তাদের স্বামী/স্ত্রী বা সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না। এমনকি কোনো ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

এর আগে গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি পরিপত্র জারি হয়। মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে এ নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি এ বিষয়টি প্রকাশিত হয়েছে।

জারি হওয়া পরিপত্রে বলা হয়েছে, এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশে ভ্রমণ করতে পারবেন না।

এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের জারি করা পরিপত্রের অনুকরণে নির্দেশিত বিষয়গুলো সরকারের পক্ষ থেকে অনুসরণের জন্য বলা হয়েছে।

জনপ্রিয়