ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিচার কার্যক্রমকে আধুনিক করা হচ্ছে: রিজওয়ানা হাসান

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫২, ১৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

বিচার কার্যক্রমকে আধুনিক করা হচ্ছে: রিজওয়ানা হাসান

বিচার কার্যক্রমকে আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। 

এসময় পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কিছু সংশোধনী আনা হয়েছে। বিচার কার্যক্রমকে আধুনিক করা হচ্ছে। সমন জারি করা যাবে ফোন-এসএমএস বা উন্নত মাধ্যমে।’

রিজওয়ানা হাসান বলেন, ‘জমির মামলা যাতে বিলম্বিত না হয় সে ব্যবস্থা করা হয়েছে। মামলার রায় হলে আর জারি মোকাদ্দমা আলাদা করা লাগবে না। অটো হয়ে যাবে।’

এসময় অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের কনভেশন অনুসাক্ষর করবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।  

ব্যাংকিং সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা এবং আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অর্থনৈতিক অপরাধে যারা জড়িত সেগুলো তদন্তে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।’

এছাড়া সম্পূরক আইন অধ্যাদেশের মাধ্যমে সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা আসবে বলেও জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে একে জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া গ্রামীণ ব্যাংক এখন ভূমিহীন ছাড়াও বিত্তহীনদের জন্যও (সিটি করপোরেশন পর্যায়েও) কাজ করতে পারবে।’

এছাড়া রাজস্ব নীতির ফলে এনবিআরের বদলে দুটো বিভাগ হবে বলেও জানান তিনি।

জনপ্রিয়