
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
বৈঠকের আগে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী এবং গণ আকাঙ্খার জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে। দুই পক্ষের মধ্যে সংস্কার ও ঐকমত্য নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে।
আলোচনার সূচনা বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থায় যেই রাষ্ট্রের ক্ষমতায় যাক, তার স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রতি জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট ৮ জন অংশ নেন।
এর আগে, গত ২৩ মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি।