
সম্প্রতি রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পুলিশের নজরদারি ফাঁকি দিয়ে হঠাৎ মিছিল করে ভিডিও ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু-এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্বের জানান দেয়।
ডিসি তালেবুর রহমান আরও জানান, এসব দুর্বৃত্তদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে।
এ ছাড়া ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা দমনে পুলিশ তৎপর রয়েছে। এ ছাড়াও রাজধানীর শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়।