ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এবারের নির্বাচন হবে ইতিহাসে সেরা: প্রধান উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ১৯ এপ্রিল ২০২৫

সর্বশেষ

এবারের নির্বাচন হবে ইতিহাসে সেরা: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) সদস্যদের আশ্বস্ত করেছেন বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এএনএফআরইএল’র প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন।

এএনএফআরইএল প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা বলেন, আমরা নিশ্চিত করতে চাই- যে নির্বাচন হবে- তা বাংলাদেশের ইতিহাসের সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রার জন্য মাইলফলক হবে।

প্রতিনিধিদলে ছিলেন- সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে প্রতিনিধিদল কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

জনপ্রিয়