ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কাঠালিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

জাতীয়

আমাদের বার্তা, কাঠালিয়া

প্রকাশিত: ১৬:৪৯, ১৯ এপ্রিল ২০২৫

সর্বশেষ

কাঠালিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস এ দিবসের আয়োজন করে। 

গতকাল শনিবার দুপুরে আমুয়া ইউনিয়নের বাশঁবুনিয়ার পার্টনার প্রকল্পের মুগডাল শষ্য প্রদর্শনী মাঠে এ দিবসের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কৃষক কৃষাণী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওসার উদ্দীন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের পরিচালক ড.জগদীশ চন্দ্র বর্মন ও উপ প্রকল্প পরিচালক, ড. মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বরিশালের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান। 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, আমুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. নাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছিবুর রহমান, অদিতি রায়, মো. জাহিদুল ইসলাম প্রমুখ । 

অনুষ্ঠান শেষে অতিথিরা পার্টনার প্রকল্পের আওতায় বারি মুগ-৬ ও ৮ প্রকল্পের শষ্য ক্ষেত পরিদর্শন করেন।

জনপ্রিয়