
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দুপুর ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়ানোসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনের স্বাক্ষর করা এক বার্তায় বলা হয়, বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
প্রতিনিধি দলে থাকবেন– যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
এর আগে সংস্কার ইস্যুতে আট সদস্যের প্রতিনিধিদল নিয়ে গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।