
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রমবিষয়ক সংস্কার কমিশন। এর মধ্যে ‘কর্মপরিবেশে শ্রেণিক্ষমতায় তুই-তুমি সম্বোধন চর্চা বন্ধ করা’র সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সুপারিশটি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রমবিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।
এর আগে গত নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিলো। তবে কমিশন একাধিকবার সময় বাড়িয়ে নিয়েছে।