ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ২১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আজ নিজ বাসস্থান ভ্যাটিকানের কাসা সান্টা মার্টাতে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকান সূত্রে জানা গেছে, পোপ ফ্রান্সিসের মৃত্যু শান্তিপূর্ণভাবেই হয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্বের কোটি কোটি খ্রিস্টান শোকে মুহ্যমান হয়ে পড়েন।

ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফারেল এক বিবৃতিতে বলেছেন, “তিনি সারাজীবন প্রভু ও তাঁর গির্জার সেবায় নিয়োজিত ছিলেন। আমাদের হৃদয় ভারাক্রান্ত, তবে তাঁর উত্তরাধিকার অম্লান থাকবে।”

পোপ ফ্রান্সিস ছিলেন ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ, যিনি ২০১৩ খ্রিষ্টাব্দে পোপ বেনেডিক্টের অবসর গ্রহণের পর দায়িত্ব নেন।

তিনি তার সময়কালে গির্জায় সংস্কার, দরিদ্রদের পক্ষে কণ্ঠস্বর এবং আন্তঃধর্ম সংলাপে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মানুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভ্যাটিকান সূত্র জানিয়েছে, তাঁর শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত শিগগিরই জানানো হবে।

জনপ্রিয়