ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি, তবে সাংবিধানিক হতে হবে: সালাহউদ্দিন

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৫১, ২২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি, তবে সাংবিধানিক হতে হবে: সালাহউদ্দিন

বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তবে সব কিছু আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে।

মঙ্গলবার(২২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলের যোগ দেওয়ার আগে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা আজ শেষ পর্যায়ে। বিচার বিভাগ নিয়ে আজ আলোচনা শুরু হবে। ধারাবাহিকভাবে অন্যান্য কমিশন নিয়ে আলোচনা হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে দফা ওয়ারি বিএনপি বিস্তারিত আলোচনা করছে। এটা রাষ্ট্রের বিষয়, তাড়াহুড়ার বিষয় নয়। বৃহত্তর ঐকমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে।

তিনি বলেন, বিচারক নিয়োগ বিষয়ক অধ্যাদেশ, আলাদা সচিবালয় গঠনসহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তবে সব কিছু আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে।

জনপ্রিয়