
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কমিশনের প্রতিবেদন কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিলের দাবি জানায় বক্তারা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সভাকক্ষে এ বৈঠক আয়োজন করে ‘সেন্টার ফর পিচ অ্যান্ড রিসার্চ’ (সিপিআর)।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান। এছাড়াও আলোচক হিসেবে ছিলেন আল কুরআন বিভাগের অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, আল হাদিস বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক, আল ফিকহ অধ্যাপক ড. আবু বকর মো: জাকারিয়া, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ড. হামিদা খাতুন, ড.খন্দকার আরিফা আক্তার ও কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খানসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা।
গোল টেবিলে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইন নিয়ে যে পর্যবেক্ষণ ও সুপারিশ কমিশন দিয়েছে সে-সম্পর্কে আপত্তি তোলে আলোচকবৃন্দরা বলেন, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে এই কমিশন বাতিলের দাবি করছি।