ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিসিসি মেয়র ঘোষণার দাবি: ফয়জুল করিমের মামলার শুনানি পেছালো

জাতীয়

আমাদের বার্তা, বরিশাল 

প্রকাশিত: ১৪:২৮, ২৪ এপ্রিল ২০২৫

সর্বশেষ

বিসিসি মেয়র ঘোষণার দাবি: ফয়জুল করিমের মামলার শুনানি পেছালো

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে দায়ের করা মামলার শুনানির তারিখ ৫ মে পুনর্নির্ধারণ করেছে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত। এদিকে শুনানি পেছানোর খবরে ফয়জুল করিমের অনুসারীরা ক্ষুব্ধ হন। বেশ কিছু সময় আদালতের বাইরে সড়ক অবরোধ করেন তারা। পরে সিনিয়র নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল নির্বাচনী ট্রাইবুনাল আদালতের বিচারক পরবর্তী এ তারিখ ঘোষণার পরপরই এ ঘটনা ঘটে।

এ সময় মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির জানান, ২০২৩ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করার জন্য গত ১৭ এপ্রিল মামলা দায়ের করা হয়। মামলায় আজ আদালতে শুনানি শেষে বিচারক আগামী ৫ মে তারিখ পুনর্নির্ধারন করেছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে বরিশালে সমাবেশ ও গণ মিছিল হয়েছে। বৃহস্পতিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের জনগণের আয়োজনে এই সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ২০২৩ খ্রিষ্টাব্দের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনের ফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানান। অন্যথায় তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানান। সমাবেশ শেষে নগরীতে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ ও মিছিল শেষে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা আদালতের সামনে অবস্থান নেয়।

২০২৩ খ্রিষ্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম মেয়র হতে আদালতে মামলা করেন। গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তিনি বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এই আবেদন করেন।

জনপ্রিয়