
রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র আবারও যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার ৩১ দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এতে যোগ দেন ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। দিনব্যাপী এ কর্মশালায় ৩১ দফার নানা দিক তুলে ধরেন বক্তব্য দেন বিএনপি'র প্রশিক্ষণ সেলের নেতারা।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ সংস্কারের কথা বলেছিল। এর একটাই কারণ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষা করা।
তারেক রহমান জানান, গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমান বলেন, ‘দেশের ভালো যত কাজ তার ৭০ ভাগ বিএনপি করেছে। শহীদ জিয়াউর রহমানের সময় থেকেই দেশের সংস্কার শুরু করেছে বিএনপি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিল। গণতন্ত্রের মতপার্থক্য থাকাই স্বাভাবিক, রাজনৈতিক দলের বিভেদের কারণে যদি গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হোক, এটা আর চাইনা। যে কোন মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’
যারা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছেও ৩১ দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই অনেক সমস্যার সমাধান তৃণমূলেই সম্ভব। গত ১৫ বছর দেশে জবাবদিহিতা ছিল না বলেই লুটপাট, দুঃশাসন, অনিয়ম হয়েছে।’
নারীর ক্ষমতায়ন আরও বাড়াতে বিএনপি সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব দিয়েছে বলেও জানান তারেক রহমান।